আসরঃ আন্দোলন-সংগঠন-রাজনীতি নিয়ে আলোচনা



বিদ্যমান পরিস্থিতির বিশ্লেষণের মাধ্যমে আন্দোলনের লক্ষ্য নির্ধারণ, সংগঠিত শক্তির বিকাশ ও একত্রীকরণের ঘটানোর উপায় খুঁজে বের করা এবং দীর্ঘমেয়াদের রাজনৈতিক রূপরেখা নিয়ে প্রগতিশীল চিন্তার কর্মী-সংগঠক-সমর্থকদের অনানুষ্ঠানিক আলোচনা।

এই পেজের একদম নিচে জুমে যোগ দেয়ার বোতামটি আছে। তার একটু ওপরেই আছে জুম মিটিং আই, ডি ও পাসওয়ার্ড। তবে হলুদ বোতামটিতে চাপ দিলে আপনার কাছে আর আই,ডি বা পাসওয়ার্ড চাইবে না।

আলোচনার শুরুতে পাঁচ-দশ মিনিটের একটি ভূমিকা দেয়ার পর পর্যায়ক্রমে সবার কথা শুনব আমরা।

আলোচনার সূচনাসূত্র: https://tinyurl.com/46zwkmfc

ঘুরে ঘুরে সবার কথা শোনার সময় প্রত্যেককে তিন থেকে পাঁচ মিনিট সময় দেয়া যাবে (মোট উপস্থিতির সংখ্যা অনুযায়ী)। এই সময়েই আপনার পরিচিতি (এক মিনিটে) এবং আন্দোলন-সংগঠন-রাজনীতি নিয়ে আপনার সুনির্দিষ্ট কোন বক্তব্য থাকলে সেটি বলতে পারেন, বাকি দুই-চার মিনিটে (দ্বিতীয় অংশটি ঐচ্ছিক)।

সময় বেঁধে না দিলে সবার কথা শোনা যাবে না। তবে যাদের রাজনৈতিক ধারণা ও বিশ্লেষণ অন্যরা শুনতে আগ্রহী তাদের একটু বেশি সময় দেব আমরা। পুনরাবৃত্তি ও অপ্রাসঙ্গিক বিষয় এড়িয়ে চলতে পারলে সময় বাঁচবে।
ঠিক দুই ঘন্টায় আসর শেষ করতে চাই আমরা।

শেষে এক বা একাধিকজন আলোচনার সার তুলে আনার চেষ্টা করবেন।
পরবর্তী কার্যক্রম ঠিক করে সভা শেষ করব আমরা।

Meeting ID: 810 4760 0597
Passcode: people

The event starts in:

In the event’s local time
at